অ্যাকসেসিবিলিটি লিংক

অভিবাসন সঙ্কটের বিষয়ে ইইউ বিশেষ বৈঠক ডাকছে


Latvian border guards are seen during a patrol at the EU external border with Russia
Latvian border guards are seen during a patrol at the EU external border with Russia

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর স্বরাষ্ট্র মন্ত্রীরা ইউরোপের ক্রমবর্ধিত অভিবাসন সঙ্কট মোকাবেলার বিষয়ে আলোচনার জন্য আগামী দু সপ্তাহের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও বিচার বিভাগীয় মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার এক বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন অভিবাসন সমস্যা সমাধানের জন্য তারা কার্যকর পদক্ষেপ খুজছেন।

গ্রীস থেকে প্রতিদিন সীমান্ত অতিক্রম করে যে ৩ হাজার অভিবাসী পশ্চিম ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে, তার প্রেক্ষিতে ম্যাসিডোনিয়া এ মাসের গোড়ার দিকে জরুরী অবস্থা ঘোষণা করে।

রবিবার ম্যাসিডোনিয়ায় প্রায় ৫০০ অভিবাসী একটি ট্রেনে উঠে। ওই ট্রেন দিনে দুবার দক্ষিনাঞ্চলের গেভগেলিয়া শহর থেকে ম্যাসিডোনিয়ার দক্ষিঞ্চালের সীমান্তের উদ্দশ্যে যায়। সেখান থেকে অভিবাসীরা সার্বিয়ায় প্রবেশ করে।

XS
SM
MD
LG