অ্যাকসেসিবিলিটি লিংক

বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুন হত্যাকান্ডের বিষয়ে নতুন মামলা


FILE - Female personnel of India's Border Security Force patrol along the fencing of the India-Bangladesh international border ahead of India's Independence Day celebrations, at Dhanpur village in India's northeastern state of Tripura, August 2014.
FILE - Female personnel of India's Border Security Force patrol along the fencing of the India-Bangladesh international border ahead of India's Independence Day celebrations, at Dhanpur village in India's northeastern state of Tripura, August 2014.

২০১১ সালের জানুয়ারিতে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুন হত্যাকান্ডের ব্যাপারে বিএসএফ-এর নিজস্ব আদালতের বিচারে সন্তুষ্ট হতে না পেরে ভারতের প্রভাবশালী দুটো মানবাধিকার সংগঠন ভারতেরই সুপ্রীম কোর্টে সুবিচার প্রার্থনা করে মামলা করার উদ্যোগ নিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারত শাখা এবং ভারতীয় মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ বা মাসুম। এই দুই সংস্থা পৃথক পৃথকভাবে সর্বোচ্চ আদালতে আইনি আবেদন করবে।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG