অ্যাকসেসিবিলিটি লিংক

সাম্প্রতিক সন্ত্রাস তদন্তে এফ বি আই 'য়ের সহায়তা চাইল ভারত


সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর অতি সম্প্রতি পাঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গি নাশকতার তদন্তে মার্কিন তদন্তকারী সংস্থা এফ বি আই এর সাহায্য চাইল ভারত।প্রাথমিক তদন্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলি এই হামলার পিছনে পাকিস্থানের জঙ্গি সংগঠন লস্কর -ই-তোইবার জড়িত থাকার বিষয়টি নিয়ে মোটামুটি নিশ্চিত হয়েছে।

পাঞ্জাবের দিনানগর থানায় হামলার সময় জঙ্গিরা যে নাইট ভিশন ডিভাইস কে কাজে লাগিয়েছিল সে ব্যাপারেও নিশ্চিত। কারণ দীনানগর থানায় পুলিশের পাল্টা হামলায় যে তিন জঙ্গি নিহত হয়েছে তাদের কাছ থেকে মিলেছে নাইট ভিশন ডিভাইস। এই নাইট ভিশন ডিভাইস ব্যাবহার করতে গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্পর্কেও তুখোড় জ্ঞান থাকতে হবে জঙ্গিদের। তবেই তারা বেলায় কোনো লক্ষ্যবস্তুর ওপর নিখুঁত হামলা চালাতে পারে। মার্কিন তদন্তকারী সংস্থা এফ বি আই এর কাছে মূলত এই দুটি বিষয়ে খতিয়ে দেখার আরজি রেখেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলি বলে খবর।

XS
SM
MD
LG