অ্যাকসেসিবিলিটি লিংক

ফার্গুসানে এখন ও চলছে জরুরি অবস্থা


মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসান শহরে দ্বিতীয় রাতের সহিংসতার পর মঙ্গলবারও জরুরী অবস্থা বহাল আছে। একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ লোককে শ্বেতাঙ্গ পুলিশ গুলি করে হত্যার প্রথম বার্ষিকতে এই সহিংসতার সুত্রপাত।

পুলিশ বলছে যে সেন্ট লুই ‘এর শহরতলীতে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর এবং বোতল নিক্ষেপ করার পর তারা প্রায় ২৪ জনকে গেপ্তার করেছে। পুলিশ টুইটারে জানিয়েছে যে আমরা স্বাধীন বাবে বক্তব্য প্রকাশ সমর্থন করি তবে যে সব বিক্ষোভকারী ছত্রবঙ্গ হবার আদেশ অগ্রাহ্য করে তারা নিজেদের ঝুঁকির সম্মুখীন করে।

দাঙ্গাদমনকারী পুলিশের সঙ্গে প্রধানত কৃষ্ণাঙ্গ প্রতিবাদকারীদের সঙ্গে সংঘাতের গোলযোগপুর্ণ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন শ্বেতাঙ্গ মিলিশিয়া , যারা নিজেদের Oath Keepers বলে অভিহিত করেছে তারা হাতে রাইফেল ও পিস্টল নিয়ে এবং বুলেট প্রতিরোধক পোশাক পরে রাস্তায় নেমে আসে।

সরকার বিরোধী এই সক্রিয়বাদী গোষ্ঠিটি বলছে যে তারা দাঙ্গাকারী এবং লুঠতরাজকারীদের হাত থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে রাস্তায় নেমে এসছে , তবে সেন্ট লুই এর পুলিশ প্রধান জন বেলমার বলেছেন যে তাদের উপস্থিতি অপ্রয়োজনীয় এবং উস্কানীমূলক।

.

XS
SM
MD
LG