অ্যাকসেসিবিলিটি লিংক

মিথ্যা দুর্নিতী এবং ঘুষ ফিফাকে বিপর্যস্ত করে তুলেছে: এ্যাটর্নী জেনারেল লরেটা লিঞ্চ


যুক্তরাস্ট্রের এ্যাটর্নী জেনারেল লরেটা লিঞ্চ বলেছেন মিথ্যা দুর্নিতী এবং ঘুষ গত দু দশক ধরে ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফাকে বিপর্যস্ত করে তুলেছে।

ফিফার দুর্নিতী বিষয়ে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কারনে বুধবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে লিঞ্চ একথা বলেন।

ওদিক সুইস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা ২০১৮ ও ২০২২ সালের বিশ্ব কাপ খেলা কোথায় হবে সে বিষয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। জুরিখে কয়েকজন FIFA কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১৪জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগ দায়ের করা হয়। এই সব অভিযোগে রয়েছে অবৈধ উপায় অর্থ আদায় করা, অর্থ পাচার এবং কালো টাকা সাদা করা ইত্যাদি। অভিসংশকরা বলেন ক্রীড়া জগতের সংবাদ মাধ্যমের নির্বাহী কর্মকর্তারা ১৫ কোটি ডলার দিয়েছে বা দিতে রাজী হয়েছে এবং তার বিনিময় প্রতিযোগিতা সম্প্রচারের স্বত্তাধিকার তারা পয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে এটা ছিল আন্তর্জাতিক ফুটবলে দুর্নীতির মাধ্যমে ২৪ বছরে অর্থ উপার্জনের একটা পরিকল্পনা।

XS
SM
MD
LG