অ্যাকসেসিবিলিটি লিংক

পাঁচ ঘন্টার সাময়িক অস্ত্র বিরতির পর ইসরাইল ও হামাসের মধ্যে আবারও লড়াই শুরু।


জাতিসংঘের একজন কর্মকর্তা বলছেন যে মানবিক কারণে আরোপিত ৫ ঘন্টার অস্ত্র বিরতির সময় সীমা শেষ হয়ে যাওয়ার পর গাজা ভুখন্ডের ওপর ইসরাইলী বিমান আক্রমণ এবং ইসরাইলের বিরুদ্ধে হামাসের রকেট নিক্ষেপ আবার শুরু হয়েছে।

ফিলিস্তিনি অঞ্চলের জন্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক James Rawley ভয়েস অফ আমেরিকাকে বলছেন যে ঐ অস্ত্র বিরিত উভয় পক্ষই মোটামুটি মেনে চলেছিল কিন্তু তার সময়সীমা শেষ হবার পর পরই আক্রমণ আবার শুরু হয়।

ইসরাইল অভিযোগ করেছিল যে অস্ত্র বিরতির সময়ে হামাস তিন বার মোর্টারের গোলা নিক্ষেপ করেছে । সামরিক বাহিনী বলে যে দক্ষিণ ইসরাইলের এস্কাল শহরে ঐ মর্টার আঘাত হানে।

এ দিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী আভিগদর লিবারম্যান বলছেন যে ইসরাইল এখনও হামাসের সঙ্গে নতুন করে সামগ্রিক অস্ত্র বিরতিতে সম্মত হতে পারেনি।

ইসরাইলের একজন কর্মকর্তা জানাচ্ছেন যে ইসরাইল এবং গাজা ভুখন্ডের হামাস অস্ত্র বিরতির ব্যাপারে একটি সামগ্রিক সম্মতিতে পৌঁছেছে । এই অস্ত্র বিরতি শুক্রবার থেকে শুরু হবে।

XS
SM
MD
LG