অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সেনেট সমঝোতা মূলক পরিকল্পনা অনুমোদন করেছে


সরকারের ব্যায় সংকোচন এবং বিত্তশীল আমেরিকান ছাড়া সকল আমেরিকানের কর বৃদ্ধি এড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সেনেট এক সমঝোতা মূলক পরিকল্পনা অনুমোদন করেছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের রিপাবলিকানদের মধ্যে দুদিন ধরে অব্যাহত আলোচনার পর এই মতৈক্য হয়।


নব বর্ষের দিন খুব ভোরে সেনেটাররা ৮৯-৮ ভোটে বিলটি অনুমোদন করেন।


প্রেসিডেন্ট বারাক ওবামা সেনেটের পদক্ষেপের প্রশংসা করেন এবং প্রতিনিধি পরিষদের প্রতি কোন বিলম্ব ছাড়া বিলটি অনুমোদন করার আহ্বান জানান।

সেনেটের সংখ্যালঘু দলের নেতা মিচ ম্যাককনেল যে এই বিতর্কে আয়ের দিকটা তারা দেখেছেন। এখন নিয়ন্ত্রণ বিহীন ব্যায়ের বিষয়টির ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমেরিকান জনগন সেটাই চায় এবং তাদের এর পরে সেটাই করতে হবে।

সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিড, ম্যাককনেল কে ধন্যবাদ দেন এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের সেনেটের দ্বিদলীয় পদক্ষেপ অনুসরন করার আহ্বান জানান।

তিনি বলেন আমি আশা করছি প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা নতুন বছরে নতুন করে আগ্রহ দেখাবে সুশাসনের কঠিন কিন্তু ফলদায়ক কাজে ডেমোক্রাটদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে।

এই নতুন পরিকল্পনায় বছরে যারা ৪ লক্ষ ডলারের বেশি আয় করেন তাদের কর বৃদ্ধি পাবে।
XS
SM
MD
LG