অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুল সরকার ও তালিবানের মধ্য শান্তি আলোচনার ব্যাপারে ইসলামাবাদে এক বৈঠকে ঐকমত্য


যুক্তরাষ্ট্র , চীন , পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা কাবুল সরকার ও আফগান তালিবানের মধ্যে প্রত্যক্ষ শান্তি আলোচনা আয়োজনের একটি পরিকল্পনার ব্যাপারে এক মত পোষণ করছেন।

আজ ইসলামাবাদে এক বৈঠকের পর এই চারটি দেশের পদস্থ কর্মকর্তারা , এক যৌথ বিবৃতিতে তালিবানের সকল উপদলের প্রতি এই শান্তি আলোচনায় যোগ দেবার আহ্বান জানান। অনুমান করা হচ্ছে চলতি মাসের মধ্যেই এই আলোচনা শুরু হবে।

এই Quadrilateral Coordination Group বা চতুষ্পক্ষীয় সমন্বয় গোষ্ঠির সদস্যরা বলেন যে আফগানিস্তানে শান্তির জন্য তাদের এই পথচিত্র সেখানে সহিংসতা বন্ধ করা এবং একটি রাজনৈতিক নিস্পত্তির প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন পর্যায় ও পদক্ষেপ তুলে ধরেছে। আজকের এই বৈঠকে তালিবান উপস্থিত ছিলো না এবং তারা এমন কোন আভাষ দেয়নি যে তারা পুর্নাঙ্গ শান্তি আলোচনায় যোগ দেবে।

আন্তর্জাতিক শান্তির পক্ষে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের পাগওয়াশ গোষ্ঠি অতি সম্প্রতি কাতারে একটি অনানুষ্ঠানিক সম্মেলন আয়োজনের পর বিদ্রোহী নেতারা শান্তি আলোচনা আয়োজনের সমালোচনা করেন।

XS
SM
MD
LG