অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স, জার্মানী ও স্পেনের নেতারা বিমানের দুর্ঘটনাস্থলে সহমর্মিতা জানালেন


ফ্রান্স-জার্মানী ও স্পেনের নেতৃবৃন্দ আজ বুধবার আল্পস পরবতমালার সেই স্থানটিতেই সমবেত হন, যেখানে, এই গতকাল মঙ্গলবারেই জার্মানউইংসের এয়ারবাস এ থ্রি টোয়েন্টী বিমান বিধ্বস্ত হয়ে বিমান আরোহী এক শ পঞ্চাশ জনই প্রাণ হারান।

আল্পস পর্বতমালার ঐ স্থানটিতে সমবেত হয়ে উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ ওলান্দ-জার্মান চান্সেলার আঙ্গেলা মার্কল- এবং স্পেনের প্রধানমন্ত্রী মাররিয়ানো রাহৌয়। ঐ স্কি রিসর্টের কাছাকাছিই বিধ্বস্ত হয় বিমানটি; স্পেনের বার্সেলোনা থেকে জার্মানীর ডুসেলডর্ফ যাওয়ার পথে। ১৮টি দেশের আরোহী ছিলো বিমানটিতে। ৭২ জন জার্মানীর-এবং স্পেনের ৩৫ নাগরিকসহ। এঁদের মধ্যে জার্মান অপেরা শিল্পী ছিলেন দু’জন-কিশোর বয়সী জার্মান শিক্ষার্থী ছিলো ১৬ জন – শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষক ছিলেন দুজন।

XS
SM
MD
LG