অ্যাকসেসিবিলিটি লিংক

বল্টিমোরে বিজয় সমাবেশ


শনিবার বল্টিমোরে বিক্ষোভকারীরা আবার ও রাস্তায় নেমে আসে । ফ্রেডি গ্রে’র মৃত্যূকে হত্যাকান্ড এবং তাঁর গ্রেপ্তারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন শহরটির শীর্ষ অভিশংসক। এই সমাবেশ সেই ঘোষণা উদযাপনের লক্ষেই আয়োজন করা হয়। অনুমান করা হচ্ছে এতে দশ হাজার লোক যোগ দিয়েছেন।

এই সমাবেশ যাতে শান্তিপূর্ণ হয় সেটা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। ম্যারিল্যান্ডের জন্যে ন্যাশনাল গার্ড শনিবার টুইটারে জানায় যে বল্টিমোরের লোকজনের সুরক্ষার জন্যে তারা তিন হাজার সৈন্য এবং বিমান কর্মী নিয়োজিত রেখেছে।

গত মাসে পুলিশি হেফাজতে থাকার সময়ে গ্রে’র মৃত্যুকে কেন্দ্র করে যে সমাশে হয়েছে , শনিবারের সমাবেশ তা থেকে ভিন্ন। আয়োজকরা এটিকে বিজয় সমাবেশ বলে অভিহিত করেছেন।

২৫ বছর বয়সী এই আফ্রিকান-আমেরিকান লোকটি ১২ই এপ্রিল গ্রেপ্তার হবার এক সপ্তা পরই মেরুদন্ডে আঘাত জনিত কারণে মারা যায়। ম্যারিল্যান্ডের প্রধান অভিশংসক ম্যারিলিন মসবি বলেন যে হাত পা বাঁধা অবস্থায় , পুলিশের গাড়িতে তাকে সীট বেল্ট না পরানোর কারণে , গ্রে তার ঘাড়ে মারাত্মক আঘাত পায়।

রাত দশটায় কারফিউ লংঘনের জন্যে তেতাল্লিশ জনকে আটক করা হয়।

XS
SM
MD
LG