অ্যাকসেসিবিলিটি লিংক

জি-এইট থেকে রাশিয়াকে বাদ দেয়ায় উল্টো ফল বয়ে আনবে: রাশিয়া


ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারনে; বিশ্বের শিল্পোন্নত ৮টি দেশের জোট জি-এইট থেকে রাশিয়াকে বাদ দেয়ার বিশ্ব শক্তিসমূহের প্রচেষ্টা উল্টো ফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন রুশ নেতৃবৃন্দ।

জি-এইটের অপর ৭ জাতির বৈঠকে জুনমাসে রাশিয়ায় পূর্ব-নির্ধারিত জি-এইটের বৈঠক রাশিয়াকে বাদ দিয়ে করার সিদ্ধান্তের একদিন পর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করলেন।

নেদারল্যান্ডের হেগে পারমানবিক নিরাপত্তা সামিটের পাশাপাশি; যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা, ফ্রান্স, ইটালী এবং জাপান আলাদা বৈঠক করে এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন; ইউক্রেন বিষয়ে মস্কো তার মত না পাল্টানো পর্যন্ত, তারা রাশিয়াকে জি-এইট এ অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছেন। ক্রাইমিয়া উপদ্বীপকে রাশিযার অংশ করার কারনে পশ্চিমা শক্তি রাশিয়াকে একঘরে করার পরিকল্পনা করছে।

রাশিযার সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে রাশিয়া জি-এইটটে থাকতে চায়। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভ্রভ সোমবার এক মন্তব্যে বলেছেন রাশিয়াকে ওই জোট থেকে বাদ দেয়া হলে সেটা বড় কোনো ঘটনা হবে না।
XS
SM
MD
LG