অ্যাকসেসিবিলিটি লিংক

এক বছরেরও বেশি সময় ধরে ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় নির্মাণ কর্মী


এক বছরেরও বেশি সময় ধরে ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় নির্মাণ কর্মী। ইয়েমেনের যুদ্ধক্ষেত্র থেকে মাস দুয়েক আগেই ভারত সরকার দেশে ফিরিয়ে এনেছে চার হাজার ভারতীয় কর্মীকে। কিন্তু সেই ইরাক-ইয়েমেনেই ফের কাজ নিয়ে চলে গিয়েছেন বা যাওয়ার উদ্যোগ নিচ্ছেন এঁদের মধ্যে অনেকেই। কেন জেনেশুনেও ফের বিপদে ঝাঁপ দেওয়া? এঁদের পরিজনেরাও বারণ করছেন না?

আসলে পেট বড় বালাই। দেশে নিশ্চিন্তে ঘরে বসে থাকলে তো পেট চলবে না। এঁদের অনেকেই বেশি উপাজর্নের টানে ধার-দেনা করে মধ্য প্রাচ্যের রণাঙ্গনে কাজ নিয়ে গিয়েছিলেন। দেশে কাজের সুযোগও কম, কাজ পেলেও আয় কম। দেনা তো শোধ হবে না। কাজেই ফের জীবনের ঝুঁকি নিয়েও ইরাক-ইয়েমেনে না গিয়ে উপায়-ই বা কি?

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG