অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে জোড়া ট্রেন দূর্ঘটনায় ৩০ জন নিহত


বুধবার ভোর রাতে মধ্য প্রদেশের হারদায় জোড়া রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩০ জন যাত্রী, আহত শতাধিক। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে রেল বোর্ডের চেয়ারম্যান এ কে মিত্তাল বলেছেন, স্থানীয় একটি নদীতে আকস্মিক জলস্ফীতি হয়ে লাইনের নিচের মাটি ধুয়ে গিয়ে আপ ও ডাউন লাইনে আসা ‌‌কামায়নী এক্সপ্রেস ও জনতা এক্সপ্রেসের ১০টি কামরা লাইনচ্যূত হয়ে উল্টে যায়।

প্রাক্তন রেলমন্ত্রী, দীনেশ ত্রিবেদী অবশ্য এই দুর্ঘটনার দায় রেলের ওপরই চাপিয়ে বুধবার বলেন, ভারতীয় রেলকে বর্তমান অবস্থাতেই কোনও মতে চালিয়ে রাখতে হলে এখনই ৬০,০০০ কোটি টাকার লগ্নি দরকার। কিন্তু তা নিয়ে কেউ ভাবছে না। তাঁর অভিযোগ, রেলকর্তারা কেবল রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের মত বেশি ভাড়ার ট্রেন নিয়েই ব্যস্ত থাকেন। কাজেই দুর্ঘটনা ঘটতেই থাকবে, মৃত্যু হবে সাধারণ মানুষের।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG