অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গ্রীক ব্যাংকগুলোকে জরুরী ঋণদানের পথ উন্মুক্ত রাখছে


Greece Bailout
Greece Bailout

রবিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তারা গ্রীক ব্যাংকগুলোকে জরুরী ঋণদানের পথ উন্মুক্ত রাখছে যদিও গ্রীক গ্রাহকরা তাদের মজুদ অর্থ তোলার জন্য স্বয়ংক্রিয় টেলার মেশিনের সামনে লম্বা লাইনে অপেক্ষা করছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই সিদ্ধান্তের ফলে তাদের আরও অর্থ দেওয়া হচ্ছে না কিন্তু অ্যাথেন্সের জন্য একটা আর্থনীতিক পথ উন্মুক্ত থাকলো।

এর আগে গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসের সরকার, আন্তর্জাতিক অর্থসহায়তার প্রস্তাবের ওপর যে গণভোটের আবেদন জানিয়েছিলেন, রবিবার গ্রীক সংসদ তা অনুমোদন করে। আন্তর্জাতিক অর্থসহায়তার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে।

৫ই জুলাই গ্রীসের নাগরিকরা গণভোটে ভোট দেবে। মি: সিপরিয়াস বলেন জনগনকে কোন ভীতি বা চাপ ছাড়া সিদ্ধান্ত নিতে হবে।

ফরাসী প্রধানমন্ত্রী মানুয়েল ভালস রবিবার সতর্ক করে দেন যে অসন্ন গণভোটে গ্রীক ভোটাররা যদি ঋণ পরিশোধের ব্যাপারে আন্তর্জাতিক অর্থসহায়তার প্রস্তাব অনুমোদন না করেন, তাহলে গ্রীসের ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি আছে।

XS
SM
MD
LG