অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীক ঋণ সংকটের প্রেক্ষিতে বিশ্বের শেয়ার বাজারে ধ্বস নামে


Pensioners wait outside a branch of the National Bank of Greece to get their pensions on June 29, 2015 in Athens.
Pensioners wait outside a branch of the National Bank of Greece to get their pensions on June 29, 2015 in Athens.

গ্রীক ঋণ সংকটের প্রক্ষিতে বিশ্ব বাজারে সোমবার ধ্বস নামে। ওদিকে অ্যাথেন্স ব্যাংকগুলো বন্ধ রেখেছে এবং রাস্তার পাশে যে টেলার বা নগদ অর্থ তোলার মেশিন আছে তা থেকে অর্থ তোলা দারুন ভাবে সীমিত করেছে।

এশিয়ায় শেয়ার বাজারে মূল্য হ্রাস পেয়েছে ৩ শতাংশ, আর ইউরোপীয় বাজারে ২ শতাংশ। আর এখানে নিউ ইয়র্কে শেয়ার বাজারে, দিনের শুরুতেই অর্থনৈতিক সূচক প্রায় ১ শতাংশ পড়ে যায়।

অ্যাথেন্স শেয়ার বাজার ৬ দিনের জন্য বন্ধ। আন্তর্জাতিক ঋণদানকারীদের সঙ্গে গ্রীসের যে বেইলআউট বা অর্থসহায়তার চুক্তি রয়েছে তার মেয়াদ মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে। গ্রীস নতুন করে ৮০০ কোটি ডলারের ঋণ চাইছে। কিন্তু ঋণদানকারীরা যে কৃচ্ছসাধনের কথা বলছে, গ্রীস তা চাইছে না। ওদিকে আগামীকাল মঙ্গলবার গ্রীসের, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারকে ১৮০ কোটি ডলার দিতে হবে ঋণ পরিশোধের জন্য।

XS
SM
MD
LG