অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণ খেলাপীর বিষয়ে গ্রীসের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবানী


FILE - In this March 23, 2015, file photo German Chancellor Angela Merkel (R) and the Prime Minister of Greece Alexis Tsipras brief the media following a bilateral meeting at the chancellery in Berlin.
FILE - In this March 23, 2015, file photo German Chancellor Angela Merkel (R) and the Prime Minister of Greece Alexis Tsipras brief the media following a bilateral meeting at the chancellery in Berlin.

গ্রীক কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দিয়েছে যে আন্তর্জাতিক ঋণদানকারীদের সঙ্গে দেউলিয়াত্ব থেকে রক্ষার জন্য অর্থ সাহায্য বিষয়ে একটা চুক্তিতে পছুতে ব্যর্থ হলে গ্রীস অর্থনৈতিক মন্দার সম্মুখীন হবে, আয়ের মাত্রা কনবে এবং সম্ভবত ইউরোজোন থেকে প্রত্যাহার করতে হবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক ওই বিবৃতি প্রকাশ করে। একদিন পর ইউরোজোন অর্থমন্ত্রীরা, ৩০জুনের মধ্যে কিভাবে আরও জরুরী তহবিল সংগ্রহ করা যায় তা আলোচনার জন্য বৈঠকে বসবেন। ৩০ জুন, আথেন্সকে, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারকে ১৮০ কোটি ডলার ফেরত দিতে হবে।

বুধবার ব্যাংক তাদের বিবৃতিতে বলেছে ঋণ খেলাপী হলে কয়েকটি ঘটনা ঘটবে যার ফলে গ্রীস আর, অভিন্ন ইউরো মুদ্রা, যা তাদের ১৮টি প্রতিবেশি দেশ ব্যবহার করে তা আর ব্যবহার করতে পারবে না।

XS
SM
MD
LG