অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস প্রধানমন্ত্রী সংস্কার পরিকল্পনা নিয়ে বৈঠক করছেন


ইউরোপ ঋণ জর্জরিত গ্রীসের সর্বসাম্প্রতিক উদ্ধার পরিকল্পনার প্রতীক্ষায় রয়েছে। গ্রীক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস দ্রুতই একটি সংস্কার প্যাকেজ প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন যাতে করে দেশটি ১৯ রাষ্ট্র বিশিষ্ট মুদ্রা ব্লক থেকে বহিস্কৃত না হয়।

গ্রীসের দেউলিয়া হওয়া রোধ করতে এবং সেখানকার ব্যাঙ্কগুলোর মুদ্রা ভান্ডার বৃদ্ধির লক্ষে দেশটিকে আজ মধ্যরাতের মধ্যেই একটি সংস্কার পরিকল্পনা প্রণয়ন করতে হবে যাতে গ্রীস নতুন তিন বছর মেয়াদি উদ্ধার কর্মসূচির অন্তর্ভুক্ত হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মতো দেশটির আন্তর্জাতিক ঋণদাতা এবং গ্রীসের ইউরোপীয় প্রতিনিধিরা এই প্রস্তাব পর্যালোচনা করে দেখবেন। তার পর রোববার এক জরুরি শীর্ষ বৈঠকে ইউরোপীয় নেতারা সেটি বিবেচনা করে দেখবেন।

XS
SM
MD
LG