অ্যাকসেসিবিলিটি লিংক

গুয়েতেমালায় ভূমিধ্বসে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮৬তে


Rescue workers help a woman after she identified two family members as their bodies are retrieved from the site of a mudslide in Cambray, a neighborhood in the suburb of Santa Catarina Pinula, on the outskirts of Guatemala City, Oct. 3, 2015.
Rescue workers help a woman after she identified two family members as their bodies are retrieved from the site of a mudslide in Cambray, a neighborhood in the suburb of Santa Catarina Pinula, on the outskirts of Guatemala City, Oct. 3, 2015.

গুয়েতেমালার রাজধানীর উপকন্ঠে যে প্রচন্ড ভূমিধ্বস হয়, সেখানে আর কাউকে জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছে সকলে রবিবার।

মৃতের সংখ্যা এখন দাড়িয়েছে ৮৬তে এবং তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ৩৫০ জন এখনও নিখোঁজ। জরুরী উদ্ধারকর্মীরা মাটি সরিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

এক মহিলা যিনি তার পরিবারের নিখোঁজ ২১জন সদস্যের খবরের জন্য অপেক্ষা করছেন, বললেন “ আমাদের জীবনে এটা সবচাইতে মারাত্মক ঘটনা।”।

কর্তৃপক্ষ বলেছে তুমুল বৃষ্টির পর আকস্মিক ভূমিধ্বসে, বৃহস্পতিবার রাতে ১২৫টি বাড়ি ধ্বংশ হয়ে যায়।

প্রেসিডেন্ট আলেহান্দ্র মালডোনাডো বলেছেন যুক্তরাষ্ট্র এবং কিউবা সহ বেশ কিছু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

XS
SM
MD
LG