অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার জিম্মি সংকট পরিস্থিতির অবসান : ৩ জন নিহত


অস্ট্রেলিয়ার পুলিশ নিশ্চিত করেছে যে সিডনী ক্যাফের জিম্মি সংকট পরিস্থিতির অবসানে বন্দুকধারীসহ ৩জন প্রাণ হারিয়েছে। ঐ ক্যাফেতে প্রায় সারা দিন লোকজনদের জিম্মি করে রাখা হয়েছিল।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর দু’টার দিকে ভারী অস্ত্রসস্ত্র সজ্জিত পুলিশ ক্যাফেতে ঝড়ের বেগে ঢুকে পরে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার এন্ড্রু ষ্কিপিওনী জানান যে এক বন্দুকধারী প্রায় ১৬ ঘণ্টা ধরে ১৭ জনকে জিম্মি করে রাখেছিল।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এই আক্রমনকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। তারা জানান যে ৫০ বছর বয়সী ঐ বন্দুকধারীর নাম হারুন মনিস যে ছিল ইরানী অভিবাসি।

পুলিশের সংগে গুলি বিনিময়ের সময় ৩৪ বছর বয়সী একজন পুরুষ এবং ৩৮ বছর বয়সী এক নারী নিহত হন।

মান হারোন মোনিস, নাম পরিবর্তনের আগে মান্তেঘি বুরজার্দি হিসেবে পরিচিত ছিল। আফগানিস্তানে নিহত অস্ট্রেলিয়ান সেনাদের পরিবারের উদ্দেশ্যে চিঠি লিখে সে সবার নজরে পড়ে। সেই চিঠিতে সে সেনাদের ভূমিকার সমালোচনা করে।

সোমবারে জিম্মিদের ক্যাফেতে জানালার সামনে হাত তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানালা দিয়ে একটি কালো পতাকাও দেখা যায়। সেই পতাকার সঙ্গে ইসলামিক স্টেইটের পতাকার সাদৃশ্য আছে।

XS
SM
MD
LG