অ্যাকসেসিবিলিটি লিংক

নিম্ম চাপের অতি বর্ষনে বিপর্যস্ত পশ্চিম বঙ্গ-খোদ কলকতারই বহু রাস্তায় এখন হাঁটুজল


টানা বর্ষণে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আবহাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে ভারি বৃষ্টি চলতে পারে রবিবারও। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বহু অঞ্চল জলের তলায়। কোথাও নদীর বাঁধ ভেঙেছে, কোথাও নদীর কূল-উপচোনো বৃষ্টিতে ভেসে গিয়েছে দুই পার। বন্যাক্লিষ্ট একেক জেলার পরিস্থিতি তদারক করতে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের একেক মন্ত্রীকে। কিন্তু রাজ্যে যখন অতি বর্ষণ, বাকি ভারতে জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিতে ১৭% ঘাটতি রয়ে গেল। আবার জুন মাসে ১৬% অতিরিক্ত বৃষ্টি হয়েছিল। দু মাস মিলে ঘাটতি ৫%। এ রাজ্যে মাঠে বোনা ধান জলে ডুবে গিয়েছে। ও দিকে, বাকি দেশের বহু জায়গায় মাঠে ধান রোয়াই সম্ভব হয় নি। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ বলেছে, ২০১৫-র বর্ষা যে অন্তত ১০% ঘাটতির পূর্বাভাস তারা আগেই দিয়েছিল, তার কোনও অদলবদল করবার মত কারণ তারা দেখছে না। ভারত এত বড় দেশ যে এর মধ্যেই কোনও অঞ্চলে অতি বৃষ্টি, কোথাও-বা কন বৃষ্টি মত তারতম্য মোটেই অস্বাভাবিক নয়।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG