অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় বারংবার আক্রান্ত হচ্ছে সিপিএম দলের মিছিল


গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বারংবার আক্রান্ত হচ্ছে সিপিএম দলের মিছিল। দলের অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়িত বলেই পুলিশ নির্বিকার দর্শক। তারই প্রতিকার চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল সিপিএম। ঘটনাগুলি যে ঘটেছে, তাতে সন্দেহ নেই। রীতিমত রক্তাক্ত হয়েছেন দলের শীর্ষ নেতারাও। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতার পার্থ চট্টোপাধ্যায় অবশ্য উল্টে অভিযোগ করে বলেছেন, দলবল জুটিয়ে বামেরা গ্রাম দখল করতে আসছে বলেই এই সব ঘটনা ঘটছে। সিপিএম অবশ্য মনে করছে, মাস ছয়েক পরেই বিধানসভা নির্বাচনের আগে তাঁরা কর্মীদের চাঙা করে তোলা দরকার। তাই এত মিছিল-সমাবেশ। নেতাদের মিছিলের সামনে এগিয়ে গিয়ে হিংসার সম্মুখীন হওয়ায় বরং উদ্দীপ্ত হবেন দলীয় কর্মীরা। রাজনৈতিক মহলের ধারণা, সিপিএম কর্মীদের সেই উদ্দীপ্ত হওয়াই আটকাতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই এই আক্রমণ। কাজেই এই যদি রাজনৈতিক দলগুলির মনোভাব হয়, তাহলে যতই এগিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচন, ততই বাড়তে থাকবে দলাদলি ও সংঘর্ষ।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG