অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক শুনানী অনুষ্ঠিত


যুক্তরাষ্ট্রের কংগ্রেসের টম ল্যানটস হিউম্যান রাইট কমিশন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক এক শুনানী অনুষ্ঠিত হয় মঙ্গলবার ১লা ডিসেম্বর। ‘সুশীল সমাজের ভূমিকার স্থান সংকুচিত’ শীর্ষক সিরিজ শুনানীর মঙ্গলবারেরর বিষয় ছিল ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’।

শুনানীতে এ বছর ব্লগার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলা হয়, এসব হত্যাকাণ্ড বাংলাদেশের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির একটি অংশ। বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সম্প্রতি যুদ্ধাপরাধ বিচার ট্রাইবুন্যাল কর্তৃক দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ও আলোচনায় আসে। বিদেশি নাগরিক হত্যা, ব্লগার হত্যা ও ধর্মনিরপেক্ষ কর্মীদের ওপর জঙ্গীবাদীদের সহিংস আক্রমন ও টার্গেট করে হুমকী দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

শুনানীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের দুই কো চেয়ার কংগ্রেসম্যান জেমস পি. ম্যাকগভার্ন ও কংগ্রেসম্যান জোসেফ আর. পিটস। আলোচনায় অংশ নেন বাংলাদেশ নিহত ব্লগার অভিজিত রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাসহ অনেকেই।

XS
SM
MD
LG