অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন : বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার হুমকী, সন্ত্রাস প্রতিরোধ ও তার পরিণতি কি’?


আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় – ‘বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার হুমকী, সন্ত্রাস প্রতিরোধ ও তার পরিণতি কি’? শ্রোতাদের নানা প্রশ্নের জবাব দিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডঃ সৈয়দ তানভীর নাসরিন আর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশ ইন্সটিটিউট ফর পীস এ্যাণ্ড সিকিউরিটির সদস্য শাফকাত মুনীর।

শ্রোতাদের প্রশ্ন ছিল – ‘কয়দিন পরপর নবী মোহাম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে মুসলিমদের উস্কে দেয়া হয় কেন?মুসলিম জঙ্গী বলা হয় কেন? শুধু মুসলিমরাই কি জড়িত, বিশ্বে মুসলিম জাতিই নিপীড়িত বেশী-ফিলিস্তিন, আফ্রিকা, ভারতের কিছু প্রদেশে। সকল জাতি-ধর্মের মানুষের মিলেমিশে কাজ করতে সমস্যা কোথায়’?

‘সন্ত্রাস নির্মূল করতে হলে সমস্যার মুলে আঘাত করতে হবে’

‘সন্ত্রাসবাদ কেন তৈরী হচ্ছে, কারা তৈরী করছে’?

‘আমরা সাধারণ মানুষ কিভাবে সচেতন, সজাগ থাকতে পারি’?

‘বাংলাদেশের বর্তমান সন্ত্রাস বন্ধে আন্তর্জাতিক সমাজের ভুমিকা কি হওয়া উচিত’

‘প্রেসিডেন্ট ওবামা যাচ্ছেন ভারতে সেখানে অনেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে…’

‘বাংলাদেশে দেশের মানুষকে জিম্মী করে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা থেকে মুক্তির উপায় কি’? বিজ্ঞ প্যানেলের জবাব ও মতামত শুনুন

please wait

No media source currently available

0:00 0:38:12 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG