অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পরমাণূ চুক্তির সম্পর্কে আশাবাদী : কেরী


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী বলছেন যে ইরানের পারমানবিক বিষয়ে আলোচনাকারীরা এ ব্যাপারে আশাবাদী যে তারা সমঝোতায় পৌঁছুতে পারবে । তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন ও কাজ করতে হবে।

ভিয়েনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভাদ জরিফের সঙ্গে আলোচনাপর্ব শুরুর সময়ে তিনি এই মন্তব্য করেন।

জরিফ বলেন যে আলোচনায় অগ্রগতির জন্যে দু পক্ষকেই কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি বলেন , তাঁর কথায় , অন্য পক্ষ যদি ইতিবাচক পদক্ষেপ নেন এবং অতিরিক্ত কোন দাবি না করেন , আমরা নিশ্চয়ই এমন এক চুক্তিতে পৌছুবো যাতে সকলেই উপকৃত হয়। ভিয়েনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের অল্প আগেই তিনি এই মন্তব্য করেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লরা ফাবিউ বলেন যে এই সমঝোতা সফল করতে হলে, তিনটি শর্ত পূরণ করতে হবে।

তিনি বলেন যে এই শর্তগুলো হলো ইরানের পারমানবিক ক্ষেত্রগুলোর পরিদর্শন , সে দেশের গবেষণার স্থায়ী সীমা নির্ধারণ এবং ইরান চুক্তির শর্ত লংঘন করলে আবারও নিষেধাজ্ঞা আরোপের দ্রুত উপায়।

আলোচনার স্থলে পৌছেই তিনি সংবাদদাতাদের কাছে এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন যে কেরির সঙ্গে আজ আরও পরের দিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে।

XS
SM
MD
LG