অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জাতিসংঘের প্রতি ফ্রাঁসোয়া ওলান্দের আহবান


জঙ্গী ও চরমপন্থী এবং পরস্পর বিরোধী রাজনৈতিক দলসমূহের যুদ্ধ ও কলহে বিপর্যস্ত লিবিয়ায় শান্তিপূর্ন ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দে।

বৃহস্পতিবার প্যারিসে এক অণুষ্ঠানে ওলান্দে বলেন এ ব্যপারে ঔদাসিন্য দেশটিকে আবারো সন্ত্রাস সহিংসতায় নিমজ্জিত করতে পারে। লিবিয়ার পরিস্থিতি ভয়ানক খারাপ এবং যে কোনো সময় সেখানে গৃহযুদ্ধ লাগতে পারে, লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত তারেক মিত্রি নিরাপত্তা পরিষদকে এই সতর্ক বানী দেয়ার একদিন পর ওলান্দে এই বক্তব্য দিলেন।

উল্লেখ্য ২০১১ সালে লিবিয়ার স্বৈরশাষক মোয়াম্মার গাদ্দাফীকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সহিংসতা লেগেই রয়েছে।

XS
SM
MD
LG