অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবার নিউ জিল্যান্ড - বাংলাদেশ ম্যাচ


এক প্রথম রাউন্ড শেষ হবার ম্যাচ আগেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশ অনেকটা চাপমুক্ত বলে মনে হচ্ছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি নিয়ে তাই ভাবনায় নেই বাংলাদেশ দল।

শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে নিউ জিল্যান্ড - বাংলাদেশ ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল সাতটায়, ওয়াশিংটন সময় রাত ৯টায়।

নিজেদের প্রথম পাঁচ ম্যাচে তিনটিতে জয় পায় বাংলাদেশ। আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলা নিশ্চিত করে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরে একটু চাপেই ছিল বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের জয় নতুন উচ্চতায় নিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটকে। তাই শেষ আটের কঠিন পরীক্ষায় নামার আগে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, লুপ এ’র একমাত্র অপরাজিত দল নিউ জিল্যান্ড এর বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ এখন তাদের সামনে।

অপরদিকে ২০১০ ও ২০১৩ সালে ‘বাংলাওয়াশ’ এর প্রতিশোধ নেয়ার সুযোগ নিউ জিল্যান্ডের সামনে। শুক্রবার নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের লক্ষ কোটি ক্রিকেটপ্রেমী রয়েছেন আরেকটি জয় দেখার অপেক্ষায়।

এদিকে ১১মার্চ ইউনাইটেড আরব আমীরাতকে ১৪৬ রানে হারিয়ে লুপ বি এর দ্বিতীয় স্থান নিশ্চিত করল দক্ষিন আফ্রিকা। ৫০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিন আফ্রিকা ৬ উইকেট হারিয়ে করে ৩৪১ রান। ৩৪২ রানের টার্গেট নিয়ে ব্যাটিং এ নেমে ৪৭.৩ ওভারে আরব আমীরাত ৯ উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান।

XS
SM
MD
LG