অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের চা বাগান গুলি দুর্ভিক্ষপীড়িত: ডাঃ বিনায়ক সেন


ভারতের পশ্চিমবঙ্গের চা বাগান গুলি দুর্ভিক্ষপীড়িত। এখানকার বাসিন্দাদের ৫০ থেকে ৭০ শতাংশের পুষ্টিসূচক আর্দশ ওজন বা বিএমআই বিপদ সীমার নীচে। কলকাতায় সকলের জন্য স্বাস্থ্য শীর্ষক এক আলোচনায় শহরে এসে এই মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজকর্মী চিকিৎসক ডাঃ বিনায়ক সেন।

যোজনা কমিশনের এই প্রাক্তন সদস্য আরো বলেছেন, রাজ্য সরকার খাদ্যশস্য ভিন্ন রাজ্যে পাঠাচ্ছে। কিন্তু রাজ্যের মানুষই অনাহারে ভুগছে।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শ্রীনাথ রেড্ডি, ডাঃ অরুন সিং, ডাঃ পুন্যব্রত গুনের মতো বিশিষ্ট জনেরা। আলোচনায় ডাঃ বিনায়ক সেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে কোনো এলাকা বা জন গোষ্ঠীর প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৪০ শতাংশের বিএমআই ১৮.৫ এর নীচে থাকলে সেই এলাকাকে দুর্ভিক্ষ পীড়িত বলা হয়। ভারতের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক জন সংখ্যার ৩৩ থেকে ৩৫ শতাংশের বিএমআই ১৮.৫ এর কম।

আর পশ্চিমবঙ্গের অন্যান্য চা বাগান গুলিতে ৫০ থেকে ৭০ শতাংশ মানুষের সার্বিক পুষ্টির অবস্থা খুব খারাপ। বিএমআই বিপদ সীমার নীচে বলেও ডাঃ বিনায়ক সেন জানিয়েছেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG