অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত, পাকিস্তান দু’দেশই সাংহাই সহযোগিতা সংস্থা SCO-র পূর্ণাঙ্গ সদস্য হতে চলেছে


ভারত, পাকিস্তান দু’দেশই সাংহাই সহযোগিতা সংস্থা SCO-র পূর্ণাঙ্গ সদস্য হতে চলেছে। SCO একটি আঞ্চলিক নিরাপত্তা সংস্থা – রাশিয়া,চীন এবং মধ্য এশিয়ার অপর চার প্রজাতন্ত্র রয়েছে যার সদস্য তালিকায়। পরে চলতি সপ্তাহের শেষভাগেই রাশিয়ার প্রত্যন্ত এলাকাবর্তী উফায় পরস্পর বৈরী ভাবাপন্ন দু’টি দেশ,ভারত ও পাকিস্তান একই সঙ্গে SCO নিরাপত্তা সংস্থায় যোগ দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একই সঙ্গে সংস্থার পঞ্চদশ বৈঠকে যোগ দিতে চলেছেন।ভারত পাকাপোক্ত সদস্যত্বের আবেদন দাখিল করেছে-পাকিস্তনের সদস্যত্বের আবেদন দাখিল হয়েছিলো ক’ বছর আগেই। এখনো অব্দি দু’টি দেশই কিন্তু এই SCO নিরাপত্তা সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদায় রয়েছে।

XS
SM
MD
LG