অ্যাকসেসিবিলিটি লিংক

সারা ভারতে প্রচন্ড গরমেও বিদ্যুতের চাহিদা বাড়েনি


প্রায় অবিশ্বাস্য কাণ্ড, গরমে সারা দেশ হাঁসফাঁস করে মরছে, কিন্তু প্রায় বাড়ছেই না বিদ্যুতের চাহিদা। দেশে বিদ্যুত উতপাদন ক্ষমতা ২ লক্ষ ৬৯ হাজার মেগাওয়াট, কিন্তু বিদ্যুতের চাহিদা তার মাত্র অর্ধেক ১ লক্ষ ৩৫ হাজার মেগাওয়াট। চাহিদার মন্দা দেখে দেশের ৫৭টি তাপবিদ্যুত ইউনিটকে স্রেফ বসিয়েই রাখতে হয়েছে। নির্মীয়মান বিদ্যুত প্রকল্পগুলিও তাই এগোচ্ছে শ্লথ গতিতে।

বিদ্যুত কর্তাদের মত হল, গত বছরের তুলনায় চাহিদা বেড়েছে যে মাত্র ৫,০০০ মেগাওয়াট, সেটা প্রধানত বাণিজ্যিক ও গৃহস্থ চাহিদার দৌলতে। দেশে শিল্পে চাহিদা বাড়েনি মোটেই। তাই যদি হয়, মোদির এক বছরের শাসনকালে দেশের শিল্পের ঘুরে দাঁড়ানোর দাবিও কিন্তু তাহলে আর টেঁকে না। বিদ্যুত উতপাদন যন্ত্রপাতির বৃহত্তম নির্মাতা, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড-এর ২০১৪-১৫ অর্থ বছরের বিক্রি পড়ে গিয়েছে ২৪ শতাংশ। অর্থনীতির গতি-প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি বিদ্যুত চাহিদা। লক্ষণ কিন্তু ভাল নয়।

XS
SM
MD
LG