অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জাকার্তার প্রাক্তন গভর্ণর জোকো উইদোদোকে জয়ি ঘোষনা করা হয়েছে


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সরকারী ফলাফলে জাকার্তার প্রাক্তন গভর্ণর জোকো উইদোদোকে জয়ি বলে ঘোষনা করা হয়েছে।

উইদোদোই জিতবেন বলে ব্যাপক বিস্তৃতভাবে ধারনা করা হয়েছিলো।এখন সরকারী ফলাফলে দেখা যাচ্ছে- নয় জুলাইয়ের ঐ নির্বাচনে তিনি পেয়েছেন ৫৩ শতাংশ ভোট।

ফলাফল প্রকাশের বেশ ক ঘণ্টা আগে প্রতিদ্বন্দী প্রার্থী প্রাক্তন সেনাধিনায়ক জেনারেল প্রাবোয়ৌ সুবিয়ান্তো ঘোষনা প্রচার করেন যে তিনি তাঁর প্রার্থীত্ব প্রত্যাহার করছেন- বলেন, নির্বাচনী প্রক্রিয়া সমস্যা পরিকীর্ণ এবং গণতান্ত্রিক নয়।সুবিয়ান্তো অভিযোগ করেন- তাঁর প্রতিদ্বন্দী ভোট কিনেছেন ঢালাওভাবে এবং অন্যান্য সব কারচুপিও করেছেন তিনি।

তিনি এখন সাংবিধানিক আদালতে আপীল করতে পারেন – তবে,বিশ্লেষকদের অনেকেরই ধারণা তাঁর কারচুপির অভিযোগ অতিরঞ্জিত।

XS
SM
MD
LG