অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়ার ভাষণে নতুন কোন প্রস্তাব ছিল না : আবেদ খান


বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আজ এক সংবাদ সম্মেলনে দেওয়া ভাষণে তাঁর রাজনৈতিক আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছেন তেপান্ন দিন পরে দেওয়া তাঁর এই প্রকাশ্য বক্তব্যে । সংবাদ সম্মেলনে দেওয়া বেগম জিয়া বলেন যে যৌক্তিক পরিণতিতে না পৌছুনো পর্যন্ত এই আন্দোলন চলবে। তিনি পঞ্চদশ সংশেোধনী বাতিল করার দাবি করেন। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এ বিশ্লেষণমূলক সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক আবেদ খান বলেন যে বেগম জিয়ার এই সংবাদ সম্মেলনে বস্তুত তিনি আগের দাবিগুলোরই পুনরাবৃত্তি করেছেন । তিনি বলেন যে বেগম খালেদা জিয়া যে সংবিধান সংশোধনের কথা বলেছেন সেটার ব্যাপারে অসুবিধে হচ্ছে সুপ্রিম কোর্টরে নির্দেশ। সংসদ ও সর্বোচ্চ আদালতের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হবে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

আবেদ খান আরও বলেন যে এই অবরোধ হরতালের সময়ে যে সব সহিংসতা হয়েছে তার জন্যে বেগম খালেদা জিয়া দুঃখ প্রকাশ করেননি। বর্তমান সহিংসতা সম্পর্কে কিছু না বলে তিনি অতীতে আওয়ামী লীগের সহিংসতার কথাই বলেছেন বেশি করে। তিনি বলেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ হচ্ছে সহিংসতা পরিহার করে আলোচনায় বসা। সে রকম আশ্বাস পেলে আওয়ামী লীগ ও তার অবস্থান বদলাতে পারে।

please wait

No media source currently available

0:00 0:05:22 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG