অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ -মিয়নমার সীমান্ত প্রসঙ্গে ইশফাক ইলাহী চৌধুরীর বিশ্লেষণ


বাংলাদেশের বর্ডার গার্ডের একজন সদস্যকে গত সপ্তায় মিয়ানমার আটক করার পর থেকে দু দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং এ নিয়ে বাংলাদেশের মানুষ ও উদ্বিগ্ন হয়ে পড়েন। ঐ বর্ডার গার্ড নায়েক রাজ্জাক বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন কিন্তু বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। ঢাকায় নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত সংক্রান্ত সমস্যার বেশকিছু দিক তুলে ধরেন।

ইশফাক ইলাহী চৌধুরী তাঁর সাক্ষাৎকারে এই ঘটনার বর্ণনা দেন এবং বলেন যে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ভূ-সীমান্ত বেশ দূর্গম অঞ্চলে অবস্থিত এবং নাফ নদী ও বিভক্ত হয়েছে বাংলদেশ – মিয়ানমারের মধ্যে। তিনি তাঁর আলোচনায় রোহিঙ্গা ইস্যু এবং মাদক দ্রব্য চোরাচালানের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন ভারত-বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সীমান্তেও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে।

please wait

No media source currently available

0:00 0:06:07 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG