অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর সম্পর্কে আশাবাদী উভয় পক্ষের লোকই : ড কাবেরী গায়েন


মিশরের তাহরির স্কোয়ারে ড কাবেরী গায়েন
মিশরের তাহরির স্কোয়ারে ড কাবেরী গায়েন
মিশরে ইসলামিক ব্রাদারহুডের উদযোগে লেখা খসড়া সংবিধানের ওপর এরই মধ্যে দু পর্বে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বেসরকারী ফলাফলে জানা গেছে যে সংবিধানটি ৬২ শতাংশের সমর্থন পেয়ে অনুমোদিত হয়েছে । তবে এই গণভোট নিয়ে আপত্তি আছে উদারপন্থি দলগুলোর মধ্যে । তাঁরা কারচুপির অভিযোগ ও এনেছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক ড কাবেরী গায়েন , ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ইজিপ্ট এর আমন্ত্রণে এখন কায়রোতে রয়েছেন । ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে সাধারণ মানুষের মধ্যে ও এ নিয়ে মতভেদ রয়েছে। খসড়া সংবিধানকে সমর্থন করছেন যারা , তারা বলছেন কোন রকম কারচুপি হয়নি। কিন্তু এর বিরোধীরা বলছেন যে নির্বাচনে বেশ কিছু অনিয়ম হয়েছে , ব্যবস্থাপনার দিক থেকেও নানান রকমের সমস্য ছিল।

ড কাবেরী গায়েন বলেন যে এ কথা সত্যি যে আরব বসন্তের সুফল ঠিক তাৎক্ষনিক ভাবে মিশর ভোগ করছে না কারণ স্বৈরশাসকের বিপরীতে সেখানে এক রকম ধর্ম প্রধান ব্যবস্থা চালু হতে পারে। তবে এ কথাও সত্যি যে সংবিধানের পক্ষে কিংবা বিপক্ষে যারাই ভোট দিন না কেন , তারা আশাবাদী যে মিশরের মতো ঐতিহ্যবাহী দেশের সম্পূর্ণ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবার কোন সম্ভাবনা নেই।


please wait

No media source currently available

0:00 0:05:31 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG