অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ জঙ্গি হামলার আশঙ্কা থেকে মুক্ত নয় : শাফকাত মুনির


আল কায়েদার ভারতীয় উপমহাদেশের বা AQIS এর বাংলাদেশ শাখার ১২ জন জঙ্গিকে , র‌্যাব গ্রেপ্তার করে। মূলত হুজির এই সব সদস্য AQIS এর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে আরও সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রচেষ্টা করছিল বলে র‌্যাব কর্তৃপক্ষ বলছে। আজ তাদেরকে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বাংলাদেশে সম্প্রতি এই উগ্রবাদীদের তৎপরতা , আঞ্চলিক ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সংযোগ এ সব বিষয় নিয়ে ঢাকায় Bangladesh Institute of Peace & Security Studies এর সিনিয়র ফেলো এবং নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনির ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোন বড় রকমের জঙ্গি আক্রমণ হয়নি বলে এ ব্যাপারে সম্পুর্ণ নিশ্চিন্ত থাকার কোন কারণ নেই । তিনি বলেন যে কেবল মাত্র হুজি কিংবা জিএমবি ই নয় অন্যান্য জঙ্গি সংগঠন ও বাংলাদেশে তৎপরতা থাকতে পারে।

শাফকাত মুনির তাঁর এই বিশ্লেষণে আল ক্বায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আকিস ‘বা AQIS এর সঙ্গে এই সব সংগঠনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন । তবে পাশাপাশি তিনি কথিত ইসলামিক স্টেট বা আই এস কিংবা আইসিসের সঙ্গে AQIS এর এক ধরণের দ্বান্দ্বিক বা শীতল সম্পর্কের প্রসঙ্গটিও তুলে ধরেন।

please wait

No media source currently available

0:00 0:05:18 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG