অ্যাকসেসিবিলিটি লিংক

অপ্রত্যাশিত এবং অযৌক্তিক ছিল ক্যাম্পাসে বুধবারের সহিংসতা : উপাচার্য আরেফিন সিদ্দিক


গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা চালানো এবং উপাচার্য ভবন সহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে ভাংচুর করার অভিযোগে প্রায় এক হাজার আট শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন যে পিএস সি কোটার বিষয়টির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন রকম সম্পৃক্ততা না থাকায় ঐ আক্রমণ ছিল অপ্রত্যাশিত।তিনি ক্যাম্পাসে এই হামলার বর্ণনা দিয়ে বলেন যে এমনকী পাঠাগারের বই পোড়ানোর চেষ্টা ও করা হয়েছিল। তিনি অনুমান করছেন যে এই আক্রমণের সঙ্গে অন্য কোন মহলের সম্পৃক্ততা থাকতে পারে নইলে যে ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত নয় , সেই ঘটনাকে কেন্দ্র করে কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস , উপাচার্যের দপ্তর এবং তাঁর বাসস্থানকে লক্ষবস্তুতে পরিণত করা হবে।

কোটা ব্যবস্থা প্রসঙ্গে উপাচার্য বলেন যে বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংরক্ষণ ব্যবস্থা রয়েছে , বাংলাদেশে ও আছে। এতে সুবিধা বঞ্চিতদের সুযোগ দেওয়া যায় । পিএসসি এই ব্যবস্থাটি এবার চূড়ান্ত পর্যায়ে না রেখে , কেন একেবারে বাছাই পর্বে রেখেছে সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে কোটার সঙ্গে মেধার কোন সংঘাত হবার কথা নয় , যদি সকল পরীক্ষার্থিকে চূড়ান্ত পর্ব পর্যন্ত সুযোগ দেওয়া যায়। তিনি মনে করেন যে প্রাথমিক পর্যায়ে কোটা প্রয়োগ করায় এই জটিলতা সৃষ্টি হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:04:38 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG