অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইরান পারমানবিক রফা নিয়ে শুনানী আজ বুধবারেও অব্যাহত রয়েছে


যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইরান পারমানবিক রফা নিয়ে শুনানী আজ বুধবারেও অব্যাহত রয়েছে এবং ইরানের সঙ্গে সম্পাদিত আন্তর্জাতিক রফা নিয়ে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কংগ্রেস সদস্যদের প্রশ্নোত্তর-জিজ্ঞাসা- বিশ্লেষন চলছে লাগাতার।

আজ কংগ্রেসের ঐ এজলাশে উপস্থিত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী,প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার,ইন্ধন দফতরের মন্ত্রী এর্নেস্ট মোনিয এবং হাজির থাকছেন জয়েন্ট চীফস অফ স্ট্যাফের চেয়ারম্যান জেনারেল মার্টীন ড্যাম্পসী- এঁরা সবাই কংগ্রেসের সেনেট সভার আর্মড সার্ভিসেস কমিটির শুনানীতে কংগ্রেস সদস্যদের প্রশ্ন-জিজ্ঞাসার জবাব দিচ্ছেন।আন্তর্জাতিক ঐ রফা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এবং মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য ক্ষেত্রে কি প্রভাব রাখতে পারে তা নিয়েই প্রধানত: প্রশ্নোত্তরের আলোচনা চলবে।ইরান পারমানবিক রফা পর্যালোচনার জন্যে কংগ্রেসের সময় মোট ষাইট দিনের এবং এই সময় সীমার ভেতরে কংগ্রেসের দু’ই সভার কমিটি সদস্যরা প্রেসিডেন্ট ওবামার মন্ত্রীসভার সদস্যদের কাছ থেকে রফার খুঁটিনাটি জানতে চাইছেন।গতকাল মঙ্গলবার কেরী কংগ্রেস প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক কমিটিকে জানান-এ রফা যদি প্রত্যখ্যাত হয় তো, ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ন্ত্রণ করার সর্বোত্তম সূযোগটাই নস্যাত হয়ে যাবে- পারমানবিক অস্ত্র তোয়ের করা থেকে ইরানকে নিবৃত্ত করতে করার আর কিছু বাকি রইবে না।কেরী বলেন-এটা একটা ভালো রফা- এ্যামেরিকার জন্যে-আমাদের মিত্রদের জন্যে ভালো রফা আমাদের বন্ধুদের জন্যে।

XS
SM
MD
LG