অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার প্রেসিডেন্ট ও ইরানের প্রধান নেতার বৈঠক ছিল গঠনমূলক


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি'র সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের রাজধানীতে হতে যাওয়া গ্যাস রপ্তানীকারক দেশ গুলোর সম্মেলনে অংশ নেবার লক্ষ্য এক দিনের সফরে তেহেরানে পৌঁছানোর পরই পুতিন সাক্ষাৎ করেন খামেনী'র সঙ্গে।

আট বছরের মধ্যে এটাই পুতিনের প্রথম ইরান সফর। পুতিন-ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি'র সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দুই নেতারা বৈঠক ছিল বেশ গঠনমূলক। মুখপাত্র জানান, দুই নেতা সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাইরে থেকে আসা অগ্রহনীয় নির্দেশের বিষয়ে মস্কো ও তেহরানের দৃষ্টিভঙ্গিগত ঐক্যের ওপর জোর দিয়েছেন।

পুতিনের এই সফর এমন সময় অনুষ্ঠিত হলো যখন সিরিয়া দ্বন্দে রাশিয়ার জড়িত হবার প্রায় তিন মাস হতে চললো। তেহেরান ও মস্কো সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করছে। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে দুই লাখ ৫০ হাজারের বেশী মানুষ মারা গেছেন। গৃহ ছাড়া হয়েছেন দশ লাখেরও বেশী মানুষ।

XS
SM
MD
LG