অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমাণবিক কর্মসূচী বিষয়ে আলোচনায় সমর্থন দিলেন খামেনী


ইরানের পারমাণবিক কর্মসূচীর ব্যাপারে, পশ্চীমা দেশগুলোর সঙ্গে প্রেসিডেণ্ট হাসান রোহানি যে আলোচনা চালাচ্ছেন তাতে নতুন করে সমর্থন দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।

ইরানের সংবাদসংস্থাগুলো বলছে, রোববার, একদল ছাত্রের সামনে বক্তব্য রাখার সময় আয়াতোল্লাহ আল খামেনী এই আলোচনা সম্পর্কে তাঁর অনুভূতির কথা বলেন। ইরানের কুটনীতিকরা এ সপ্তাহে, জেনিভায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বৃটেন, রাশিয়া এবং চীন ও জার্মানীর আলোচকদের সঙ্গে বৈঠকে বসবেন।

খামেনী আরো বলেছেন, এই আলোচনাকে কেউ যাতে আপোষ বলে মনে না করে। তিনি আরো হুশিয়ার করেছেন, এই কঠিন মিশনের সময় কেউ যেন তাঁদের দুর্বল করে না দেয়।
তিনি বলেছেন, তিনি এখনও সমঝোতার সম্ভাবনার ব্যাপারে আশাবাদী নন। কিন্তু বলেছেন, যদি এই আলোচনা সফল না হয়, তাহলেও ইরানের কোন ক্ষতি হবে না।
XS
SM
MD
LG