অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান বলছে হজে পদদলিত হয়ে মৃত ইরানিদের সংখ্যা এখন ৪৬৪


বৃহস্পতিবার ইরানের হজ সংস্থা বলেছে যে গত সপ্তায় হজের সময়ে পদদলিত হয়ে কেবল মাত্র ইরানিদের মৃতের সংখ্যা ৪৬৪ তে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের আগে এই সংখ্যা অর্ধেকেরও কম ছিল। সৌদি কর্তৃপক্ষ বলেছে যে মোট মৃতের সংখ্যা ৭৬৯ যার মধ্যে ইরানিদের সংখ্যা সব চেয়ে বেশি

হাজিরা মিনায় এই পদদলনের ঘটনার জন্য রাস্তা বন্ধ রাখা এবং বাজে ব্যবস্থাপনাকে দায়ী করেছে। ইরানি কর্মকর্তারা সৌদি আরবের তীব্র সমালোচনা করেছে। ইরানিরা তেহরানে সৌদি দূতাবাসের সামনে প্রত্যেকদিন প্রতিদিন বিক্ষোভ প্রদর্শন করছে।

বুধবার দুটি দেশের মধ্যে আলোচনায় এ ব্যাপারে সহমত প্রতিষ্ঠিত হয় যে নিহত ইরানিদের মরদেহ শিগগিরই তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই সতর্ক করে দিয়েছেন যে নিহত ইরানি হাজিদের মরদেহ ইরানে না পাঠালে সৌদি আরবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

XS
SM
MD
LG