অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামি উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের প্রতিশ্রুতি


ইরানের নেতারা প্রতিবেশী দেশ ইরাককে জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট এর বিরুদ্ধে লড়তে ইরানের অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী, ইরাকের সফররত প্রধান মন্ত্রী হায়দার-আল-আবাদীকে বলেছেন, তিনি মনে করেন, দুদেশের নিরাপত্তা অভিন্ন। তিনি আরো বলেন, ভাতৃপ্রতিম ইরাকের নিরাপত্তা “আমাদের নিজেদের নিরাপত্তার মতই অপরিহার্য”।

এর আগে, ইরানের সরকারী সংবাদ মাধ্যম বলে, ইরানের রাষ্ট্রপ্রধান হাসান রুহানি, আবাদীকে বলেছেন, তার সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত বাগদাদ কে সমর্থন করবে।

রুহানি বলেছে্ন, এ অঞ্চলের দেশগুলোকে সন্ত্রাসের বিরুদ্ধে, সঙ্ঘবদ্ধ হয়ে সমন্বিত উপায়ে, মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ইরান ইরাককে সামরিক উপদেষ্টা এবং অস্ত্র দিয়ে সাহায্য করে যাবে।

XS
SM
MD
LG