অ্যাকসেসিবিলিটি লিংক

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে অসামরিক লোকজনদের উপর ইরাক ব্যারেল বোমা ফেলছে


Human Rights Watch Concerned About Iraq
Human Rights Watch Concerned About Iraq

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে জুন মাসের গোড়া থেকে এ পর্যন্ত বিভিন্ন শহরের উপর ইরাকী সরকারের বাছবিচারহীন বিমান হামলায় অন্তত ৭৫জন অসামরিক ব্যাক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে শত শত মানুষ।

ওই গ্রুপ এক নতুন রিপোর্টে বলেছে, যে ইরাকী বাহিনী শহরগুলোর উপর ব্যারেল বোমা ফেলছে। বাগদাদ অবশ্য ওই মারাত্মক ও ধ্বংসাত্মক বোমার ব্যবহার অস্বীকার করেছে।

যে সব শহরের উপর আক্রমণ চালানো হচ্ছে তার মধ্যে অন্তর্ভুক্ত, চরমপন্থীদের নিয়ন্ত্রিত ফালুজা, মোসুল এবং তিকরিত।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ভয়ংকর বিদ্রোহীদের বিরুদ্ধে লড়বার অর্থ এই নয় যে সামরিক বাহিনী যদি মনে করে চরমপন্থীরা কোথাও লুকিয়ে আছে, সেখানে তারা অসামরিক লোকজনদের হত্যা করতে পারবে।

তারা বলেছে ইরাকী কম্যান্ডার যারা জনবসতি এলাকায় বিস্ফোরক ব্যবহার করতে বলেন তারা যুদ্ধ অপরাধ করেছে এবং তাদের দায়বদ্ধ রাখতে হবে।

XS
SM
MD
LG