অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে সংসদের স্পীকার হলেন সুন্নি


ইরাকের বিভাজিত সংসদ রাজনৈতিক অচলাবস্থা দূর করতে আরও এক কদম এগিয়ে গিয়ে সুন্নি বিধায়ক সালিম আল জুবৌরীকে স্পীকার মনোনীত করেছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জুবৌরীকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে বলেছেন যে তিনি তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করবেন।

হোয়াইট হাউজ বলছে যে বাইডেন এবং জুবৌরী এ ব্যাপারে একমত পোষণ করছেন যে একটি নতুন সরকার গঠনের জন্যে এবং সুন্নি জঙ্গিদের বিদ্রোহ মোকাবিলার জন্যে বিধায়কদের দ্রুত কাজ করতে হবে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের অভিযানে স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের পর থেকে যে অনানুষ্ঠানিক সমঝোতা বলবৎ রয়েছে তাতে এ রকম বিধান রয়েছে যে সিপকার হবেন সুন্নি , প্রেসিডেন্ট পদে থাকবেন কুর্দি এবং প্রধানমন্ত্রী হবেন শিয়া।

জুবৌরি স্পিকার পদে নির্বাচিত হওয়ায় সংসদকে ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে । তার পর প্রেসিডেন্টট ১৫ দিনের মধ্যে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্যে প্রধানমন্ত্রী বেছে নিতে বলবেন।

XS
SM
MD
LG