অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী ও কুর্দি বাহিনী মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চলে সুন্নি উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে


যুক্তরাষ্ট্রের বিমানের সাহায্যে ইরাকী ও কুর্দি বাহিনী মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চলে সুন্নি উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এ দিকে জাতিসংঘ লক্ষ লক্ষ অসামরিক শরনার্থীর জন্য ব্যাপক ত্রাণ তৎপরতার প্রস্তুতি নিয়েছে।

মোসেলের কাছে দেশটির বৃহত্তম বাধেঁর নিয়ন্ত্রণ গ্রহণের একদিন পর , ইরাকী বাহিনী উত্তরের তিকরিত শহরের দিকে এগিয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখানে তারা ইসলামিক স্টেটের যোদ্ধাদের কাছ থেকে প্রবল বাধার সম্মুখীন হয়। কর্তৃপক্ষ বলছে যে মঙ্গলবার বিকেল নাগাদ ইরাকের অগ্রগামিতা থমকে যায়।

কর্তৃপক্ষ বলছে যে জাতিসংঘের ত্রাণ তৎপরতার লক্ষ হচ্ছে গৃহচ্যুত প্রায় ১২ লক্ষ্ ইরাকি। এই তৎপরতার অংশ হিসেবে প্রতিবেশী জর্দান থেকে ইরাকের কুদির্শ শহর ইরবিলে বিমানে কর ত্রাণ সামগ্রী পাঠানো হবে যার মধ্যে রয়েছে , তাঁবু, পানি , জ্বালানী এবং প্রয়োজনীয় সরবরাহ। এই সব বাস্তুচ্যূত লোক স্কুল, মসজিদ এবং অন্যান্য স্থাপনায় আটকা পড়েছেন।

যুক্তরাষ্ট্র , ব্রিটেন , জার্মানি এবং ফ্রান্স এই ত্রাণ প্রচেষ্টায় অংশ নিচ্ছে।

XS
SM
MD
LG