অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যাকান্ডের পর, অর্থনীতিতে প্রভাব


A Japanese doctor, front right, and the chief security officer of the Japanese embassy in Bangladesh, center, walk back from the morgue after the autopsy on the body of killed Japanese citizen Kunio Hoshi at Mahiganj village in Rangpur district, 300 kilom
A Japanese doctor, front right, and the chief security officer of the Japanese embassy in Bangladesh, center, walk back from the morgue after the autopsy on the body of killed Japanese citizen Kunio Hoshi at Mahiganj village in Rangpur district, 300 kilom

বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যাকান্ডের পরে নিরাপত্তার কথা মাথায় রেখে বিদেশীদের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ বিরাজ করছে। এরই প্রেক্ষাপটে গার্মেন্টস মালিকদের সঙ্গে নির্ধারিত বায়ার্স ফোরামের বৈঠকটি বাতিল হয়েছে চলতি সপ্তাহেই। গার্মেন্টস মালিকরা এখন বলছেন, তাদের বিদেশী বড় বড় ব্রান্ডের প্রতিনিধিরাসহ বিদেশী ক্রেতারা বাংলাদেশে তাদের নির্ধারিত সফর বাতিল করছেন। আর তারা তাদের অর্ডার বা ক্রয়াদেশ দিচ্ছেন না। এই অবস্থা চলতে থাকলে গার্মেন্টস শিল্প সঙ্কটে পড়বে বলে তাদের আশঙ্কা। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা সালাম মুর্শিদী জানিয়েছেন, তার এক বিদেশী বায়ার বাংলাদেশ সফর স্থগিত করেছেন।

বিজিএমইএ’র সদ্য বিদায়ী সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম বলেন, ইতোমধ্যে তার বড় এক অর্ডার বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বড় একটি ব্রান্ড কোম্পানী। একই অবস্থা নিটওয়ারসহ তৈরি পোশাক শিল্পের অন্যান্য শাখায়।

হোটেল-মোটেল ব্যবস্থার একই অবস্থা। পর্যটন নগরী কক্সবাজারের অভিজাত হোটেল-মোটেল মালিকদের যে সংগঠনটি রয়েছে তার সাধারণ সম্পাদক আবদুল কাইউম বলেন, যে সব বুকিং বিদেশীরা আগাম দিয়েছিলেন তা তারা বাতিল করেছেন। নতুন কোনো বিদেশীও আসছেন না।

এই অবস্থা শুধু ব্যবসা-বাণিজ্যেই নয়, রংপুরে বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজের তিন শতাধিক বিদেশী শিক্ষার্থীও নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। দু’জন বিদেশী শিক্ষার্থী বলেন, বিদেশীরা যখন টার্গেট বলে শুনেছি তখন স্বাভাবিক কারণেই আমরাও শঙ্কিত।

এদিকে নিরাপত্তার কারণে জার্মান একটি গবেষক দল রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর বাতিল করেছেন। ৭ অক্টোবর তাদের বাংলাদেশের আসার কথা ছিল।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর পাঠানো রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:03:06 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG