অ্যাকসেসিবিলিটি লিংক

আইএস'র জালে কলকাতা


১৪ই নভেম্বর কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স-আই এস আই এজেন্ট আখতার খানকে জেরা করে জঙ্গি সংগঠন ইসলামিক ষ্টেটের আই এস এর সঙ্গে কলকাতার যোগাযোগ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

জেরায় আখতার খান জানিয়েছেন কলকাতা ও শহরতলি থেকে আই এস আই এর প্রশিক্ষন নিতে যে কজন যুবককে সে পাকিস্তানে পাঠিয়েছিল তার মধ্যে চার পাঁচ জন কাজের সন্ধানে সেখান থেকে আবার পাড়ি দিয়েছে ইরাক-সিরিয়ায়।এদিকে কলকাতার সঙ্গে আই এস জঙ্গি সংগঠনের এই যোগাযোগ সম্পর্কে জানার সঙ্গেই আখতার খান'কে জেরা করে আই এস আই মডিউল নিয়ে বিশদ তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। আর সেই সূত্রেই কলকাতার কলিন্স লেন থেকে আখতার খানের ভাই জাফর খান'কে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এস টি এফ শাখা। জাফরের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসর্পোট, হাবিব ব্যাংকের এটিএম কার্ডসহ নানা তথ্য। আখতার খান করাচিতে থাকা কালীন সেখানে গিয়ে থাকত জাফর খান। গোয়েন্দারা জানাচ্ছেন আই এস আই এর কলকাতা কেন্দ্রিক মডিউলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে জাফর খান।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG