অ্যাকসেসিবিলিটি লিংক

তিক্রিতের দখল পূন:প্রতিষ্ঠায় বাগদাদে কর্মকর্তারা আত্মবিশ্বাসী


ইসলামিক স্টেট অধ্যুষিত ইরাকী শহর তিক্রিতের দখল পূন:প্রতিষ্ঠা অভিযানে আক্রমণ জোরদার করেছে ইরাকী বাহিনী। ইসলামি স্টেট যোদ্ধারা সেখান থেকে পিছু হঠতে শুরু করেছে বলে জানা গেছে।

বাগদাদে কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে শহরটির পুরো দখল প্রতিষ্ঠায় সফল হতে যাচ্ছেন তারা। ইরাকী বাহিনীর জন্য সাবেক ইরাকী নেতা সাদ্দাম হুসেইনের এই শহরটির দখল প্রতিষ্ঠা করার কৌশলগত ও প্রতিকী মূল্য অনেক বেশী।

৩০ হাজার ইরাকী সেনা ও ইরান-সমর্থিত শিয়া যোদ্ধারা শহরটি ঘিরে রেখেছেন এবং বেশকিছু এলাকার দখল নিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ছয়জন যোদ্ধা গাড়ীবোমা বিস্ফোরণে মারা গেছে।

এদিকে তুরস্কে ইসলামিক স্টেটে যোগ দেয়ার লক্ষ্যে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবশকালে ১৬ জন ইন্দোনেশিয়ার নাগরিককে আটক করা হয়েছে। তুরস্কের পররাস্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভু-সগলু বলেন আরো ১৬জন নিখোজ ইন্দোনেশিয়ান নাগরিকের খোঁজ করছেন নিরাপত্তা কর্মীরা।

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গীদের বিরুদ্ধে অব্যহত রয়েছে যুক্তরাস্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলা।

XS
SM
MD
LG