অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া-তুরস্ক সীমান্তে আই-এস ও কুর্দীদের মধ্যে সংঘর্ষ


সিরিয়ার উত্তরে সোমবারও, ইসলামিক স্টেট জঙ্গী এবং স্থানীয় কুর্দী মিলিশিয়াদের মধ্যে লড়াই অব্যাহত ছিল।

ওদিকে তুরস্ক, তাদের সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করেছে। উগ্রপন্থী ইসলামিক স্টেট দল, দ্বিতীয় সপ্তাহের মত সিরিয়ার কোবানে শহরে অগ্রসর হচ্ছে। শহরটি আইন-আল-আরব নামেও পরিচিত।

এই সংঘর্ষের ফলে, সিরিয় কুর্দীরা এলাকা ছেড়ে তুরস্কে পালিয়ে যাচ্ছে।

বৃটেন ভিত্তিক, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে বিমানহামলা চালানো হয়েছে। রাতভর ঐ হামলা চালানো হয় অন্তত দুটি সিরিয় প্রদেশে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি কোয়ালিশন, সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। জঙ্গী মোকাবিলায় কুর্দী ও ইরাকী বাহিনীকে সাহায্য করাই ঐ পদক্ষেপের উদ্দেশ্য।

XS
SM
MD
LG