অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস জঙ্গিরা এডেনে সৌদি নের্তৃত্বধীন জোটের ওপর আক্রমণ চালিয়েছে


ইসলামিক স্টেট গোষ্ঠি ইয়েমেনের বন্দর নগরী এডেনে সরকারী সদর দপ্তরগুলোতে এবং সৌদিদের নের্তৃত্বধীন জোটের অবস্থানের উপর উপর্যুপরি মারাত্মক আক্রমণ চালানোর দায় স্বীকার করেছে।

অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জঙ্গি এই গোষ্ঠি বলেছে যে লক্ষ্য সুনির্দষ্ট করে তারা চারটি আত্মঘাতী বোমা আক্রমণ চালিয়েছে। কর্মকর্তারা আগে জানিয়েছিলেন যে ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীরা রকেট আক্রমণ চালিয়েছিল , আই এস এর এই বিবৃতি ঐ সংবাদের সম্পুর্ণ পরিপন্থি।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল যে এডেনে মঙ্গলবারের রকেট আক্রমণে ইয়েমেনি বাহিনী এবং তাদের সমর্থনে সৌদি নের্তৃত্বাধীনের সদস্যসহ ১৫ জন সৈন্য নিহত হয়। সেখানকার সরকারী বার্তা সংস্থা WAM ঐ আক্রমণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করে যারা কীনা এক বছরের ও বেশী সময় ধরে ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সংযুক্ত আরব আমিরাত সৌদি নের্তৃত্বাধীন জোটের সদস্য যারা ঐ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে।

পৃথক আরেকটি ঘটনায় ইয়েমেনের রাজধানী সানা’র কাছে একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ছ জন নিহত হয়।

XS
SM
MD
LG