অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় ভাবে লড়াই করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন


U.S. President Barack Obama speaks after a military briefing at U.S. Central Command at MacDill Air Force Base in Tampa, Florida, Sept. 17, 2014.
U.S. President Barack Obama speaks after a military briefing at U.S. Central Command at MacDill Air Force Base in Tampa, Florida, Sept. 17, 2014.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরাকে ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় ভাবে লড়াই করার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি বুধবার সামরিক বাহিনীর সেনাদের এই আশ্বাস দেন যে তাদেরকে তিনি সেখানে আরেকটি স্থল যুদ্ধে পাঠাবেন না।

যুক্তরাষ্ট্রের, ফ্লরিডা রাজ্যের ট্যাম্পায়, ম্যাকডিল বিমান ঘাঁটিতে কেন্দ্রীয় কম্যান্ডের সামরিক নেতারা,

প্রেসিডেন্ট বারাক ওবামাকে, ইরাকে ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে তাদের বিমান আক্রমণের বিষয়ে অবহিত করেন। তার কিছুক্ষণ পরেই, প্রেসিডেন্ট, সেখানে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক অফিসার, জয়েন্ট চীফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেমসি কংগ্রেসের এক প্যানেলকে বলেছেন, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় ইরাকী বাহিনীর সঙ্গে যদি আমেরিকান সেনাদের মোতায়েন করা প্রয়োজন হয় তাহলে তিনি মি ওবামাকে তাঁর অনুমোদনের জন্য অনুরোধ জানাবেন।

XS
SM
MD
LG