অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনী-অ্যামেরিকান কিশোর নিহত


ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী একজন ফিলিস্তিনী-অ্যামেরিকান কিশোরকে হত্যা করেছে। ১৪ বছরের ঐ কিশোরের নাম ওর-ওয়াহ হামাদ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই হত্যাকান্ডের দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবী জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ছেলেটি শুক্রবার বিকেলে, পশ্চিম উপকুলের শহর সিল-ওয়াদের একটি মহাসড়কে মালাটভ ককটেল বোমা ছুঁড়ছিল। ঐ হামলা প্রতিহত করতেই প্রতিরক্ষা বাহিনী তার ওপর গুলি চালায়।

এ সপ্তাহের গোড়ার দিকে, এক ফিলিস্তিনী গাড়ি চালিয়ে জেরুযালেমের রেল স্টেশনে ঢুকে পড়ে এবং ঘটনায় একটি ৩ মাসের শিশু মারা যায়। সেই শিশুও ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক। বুধবারের ঐ হামলায় আহত হয় ৮ জন। পুলিশ গুলি করে গাড়ির চালককে হত্যা করে।

XS
SM
MD
LG